কুষ্টিয়ার খোকসায় বিদ্যুতায়িত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে। ঘরে ব্যবহৃত ইন্টারনেটের রাউটার সরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত কলেজছাত্র হৃদয় হোসেন (১৮) ওই গ্রামের সবজি ব্যবসায়ী মো. খায়রুল মোল্লার ছেলে। তিনি কলিমহর কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন।
হৃদয়ের চাচা নয়ন হোসেন জানান, সকালে হৃদয় নিজ ঘরে ইন্টারনেটের রাউটার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। দ্রুত উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃতঘোষণা করেন।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, বিদ্যুতায়িত হয়ে হৃদয় নামে এক কলেজছাত্রের মৃত্যুর খবর পেয়েছেন।