Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

চুরি ও ছিনতাই ঠেকাতে পুলিশি টহল জোরদার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চুরি ও ছিনতাই ঠেকাতে পুলিশি টহল জোরদার

এবারের ঈদুল ফিতর সামনে রেখে ঢাকা ও চট্টগ্রাম থেকে চাটখিলের গ্রামের বাড়িতে আসবেন শত শত মানুষ। এই অবস্থায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের তৎপরতা লক্ষ করা গেছে। চাটখিল বাজারে গত কয়েক দিন ধরে জোরদার করা হয়েছে পুলিশের টহল।

ঈদযাত্রায় অটোরিকশা, সিএনজিচালিক অটোরিকশা, রিকশাসহ ছোটখাটো যানবাহন যেন বেপরোয়া গতিতে না চলতে পারে সেদিকেও নজর রাখছে প্রশাসন।

পৌর শহরের ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, ‘ব্যবসায়ীরা যেন কোনো রকম ছিনতাই বা চুরির ঘটনায় না পড়েন সে বিষয়ে প্রশাসনের নজরদারি থাকলে ভালো হয়। চাটখিল বাজারে অনেকেই অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীর কবলে পড়েছেন।’

গতকাল রামনারায়ণপুর থেকে রিকশায় করে চাটখিল বাজারে কেনাকাটা করতে আসেন আলেয়া বেগম। পথিমধ্যে তাঁর ভ্যানিটি ব্যাগ ছিনতাই হয়ে যায়। গত কয়েক দিন আগে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন নোয়াখালা গ্রামের অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য। অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এসেছেন তিনি। গত সপ্তাহে বক্তারপুর গ্রামের দলিল লেখক শফিক উল্লাহ পাটোয়ারী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব হারিয়েছেন। তিনি এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে বাসায় ফেরেন।

চাটখিল বাজারের ব্যবসায়ী মাইনুদ্দিন খসরু বলেন, ‘বর্তমানে পুলিশ প্রশাসন যেভাবে টহল দিচ্ছে তাতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা অনেকটা রোধ হবে।’

বাজারের একাধিক ব্যক্তির সঙ্গে আলাপ করে জানা যায়, চুরি–ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায়, জনসাধারণের মধ্যে আতঙ্ক কাজ করছে।

পৌর মেয়র ও বাজার পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন এ বিষয়ে বলেন, ‘পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বাজারে ডিউটি করছেন। পুলিশও নিয়মিত বাজারে ডিউটি করছে, এবার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম।’

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, চাটখিল পৌর শহর, সাহাপুর, সোমপাড়া, খিলপাড়া, কাছারি বাজার, হালিমা দিঘিরপাড়, জনতাবাজারসহ বিভিন্ন স্থানে পুলিশ ও প্রশাসনের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। চোর-ছিনতাইকারী এবং অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। ঈদের পরদিন পর্যন্ত এই অভিযান চলবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ