নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এই যে শুনছ? কে বড় পালোয়ান, বলো তো। বলতে পারছ না তো? আরে পারবে কী করে? তুমি তো এখনো সে বই পড়োইনি। বলি শোনো, ‘ঠাকুমার ঝুলি’র বাইরেও অনেক বড় একটা গল্পের ভান্ডার আছে আমাদের? সেগুলো তোমরা অনেকেই রোজ শোনো দাদা-দাদি বা নানা-নানির মুখে। সে গল্পগুলোই বই আকারে নিয়ে এসেছে লাইট অব হোপ প্রতিষ্ঠানের গুফি বুকস। তোমাদের উপযোগী করে তৈরি করা এই বইয়ে মোট ৮টি গল্প আছে।
গল্পগুলো হচ্ছে কে বড় পালোয়ান, রাজার তিন জামাই, রাক্ষসী রানি, ঠকবাজ দুই বন্ধু, নাপিতের ছেলের বুদ্ধি, বাঘের ঘরে টাগ, সম্পত্তি ভাগ ও বুদ্ধির খেলা।
গল্পের কথক মো. মোখলেছুর রহমান ভূঁইয়া। তিনি বিভিন্ন অঞ্চল থেকে শুনে আসা কেচ্ছা-কাহিনি, ভ্রমণ অভিজ্ঞতা নাতি-নাতনিদের শোনাতেন। স্কুল ছুটির দিন অথবা চাঁদনি রাতে ছেলেমেয়েরা তাঁকে ঘিরে ধরত গল্প শোনানোর জন্য। উঠানে মাদুর পেতে বসে যেত সবাই। দাদা তাঁর আরাম কেদারায় বসে খুলে দিতেন গল্পের ঝুলি। দাদার এ গল্পগুলো লোকের মুখে মুখে যুগ যুগ ধরে চলে আসা গ্রামবাংলার লোকসাহিত্যও বটে। বইতে এই গল্পগুলো গুছিয়ে বলেছেন মো. শহীদুল্লাহ ভূঁইয়া।
বই: দাদার কিচ্ছা
প্রকাশক: গুফি বুকস
দাম: ৪৫০ টাকা