লটারির মাধ্যমে নির্বাচিত ৪০ ছাত্রী গতকাল মঙ্গলবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পেরেছেন। যদিও শ্রদ্ধা জানানোর আগ্রহ প্রকাশ করেছিলেন ২১০ জন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল কর্তৃপক্ষ যানবাহন স্বল্পতার কথা বলে মাত্র ৪০ জনকে সেখানে নিয়েছিল। এতে অন্য আগ্রহীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত সোমবার বিকেলে হল কর্তৃপক্ষ লটারির মাধ্যমে ৪০ জনকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নিয়ে যাবে বলে বিজ্ঞপ্তি দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ‘শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির গর্ব। আমরা সশরীরে গিয়ে তাঁদের শ্রদ্ধা জানাতে চেয়েছি। কিন্তু হল প্রশাসন আমাদের সেখানে নিয়ে যায়নি।’
কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট ড. নাজমুন নাহার বলেন, ‘পরিবহন ম্যানেজারের কাছে ডাবল সিটের দুটি বাস চাওয়া হয়েছিল। কিন্তু সোমবার বিকেলে জানতে পারেন ৫৩ জন বসার মতো একটি বাস দেওয়া হবে।’