যশোর ও মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ২ নভেম্বর। নির্বাচনে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এদিকে একই দিনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ও চিথলিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দ্বন্দ্ব তীব্র হচ্ছে।
কুষ্টিয়ার আরবপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহারুল ইসলামের বিপক্ষে শহীদুজ্জামান শহীদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। দুই পক্ষই পরস্পরকে হুমকি-ধমকি, পাল্টাপাল্টি ধাওয়া করছে। এখন পর্যন্ত সহিংসতায় আহত হয়েছেন অন্তত ১৫ নেতা-কর্মী। এদিকে নৌকার বিপক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় যুবলীগ নেতা শহীদুজ্জামান শহীদকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ।
গত ১৩ জুন ইউপি চেয়ারম্যান মীর আরশাদ আলী রহমান মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে নৌকার প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম। বিদ্রোহী প্রার্থী হন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ। আরেক প্রার্থী আসাদুজ্জামান খোকন।
ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে নৌকা ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত তত বাড়ছে। সর্বশেষ গত শনিবার রাতে ইউনিয়নের পতেঙ্গালী আমতলা মোড়ে নির্বাচনী প্রচারণায় দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের পাঁচজন আহত হন। এ ছাড়া বিভিন্ন স্থানে দুই পক্ষে হামলা, প্রচারে বাধা দেওয়ার মতো ঘটনা তো ঘটছেই।
স্বতন্ত্র প্রার্থী শহিদুজ্জামান শহিদ বলেন, ‘গত শুক্রবার নৌকার প্রার্থীর কর্মীরা আমার দুজন কর্মকে হুমকি দিয়ে তাঁর পক্ষে কাজ না করতে বলেন। শনিবার নৌকার প্রার্থীর কর্মীরা আমার কর্মীদের ওপর রড, লাঠি ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এ ছাড়া নির্বাচনী প্রচারণায় বাধা ও কর্মীদের বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে।’
তবে শাহারুল ইসলাম পাল্টা অভিযোগ করে বলেন, তাঁর কর্মীরা কোনো প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালায়নি। শহিদের লোকজনের জন্য তার কর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দেবেন।
এ বিষয়ে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আনিচুর রহমান বলেন, ‘নির্বাচনে সহিংসতার যেসব ঘটনা ঘটছে, সে বিষয়ে আমরা নজরদারি করছি। নির্বাচনে ১৩টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে।’
এদিকে নৌকার বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ‘দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় যুবলীগ নেতা শহিদকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
এদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ও চিথলিয়া ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা পরস্পরকে বিষোদ্গার করছেন। এখানে নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ।
মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কবির উদ্দিন বলেন, নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা বিভিন্ন অভিযোগ করেছেন। সেগুলো মাথায় রেখে কাজ করা হচ্ছে।