বিনোদন ডেস্ক
পুরান ঢাকায় গতকাল ছিল ঘুড়ির উৎসব সাকরাইন। এ উৎসবে ঘুড়ি ওড়ানোই মূল আকর্ষণ। দুপুর থেকে এদিন পুরান ঢাকার আকাশ ছেয়ে যায় নানা রং ও আকারের ঘুড়িতে। ওড়ানোর পাশাপাশি চলে ঘুড়ি কাটার প্রতিযোগিতাও, কার ঘুড়ি কে কাটবে! এই কাটাকাটির খেলায় গতকাল অভিনেতা আবদুন নূর সজলকেও দেখা গেল। পুরান ঢাকায় জন্ম তাঁর, সেখানেই বড় হয়ে ওঠা। সাকরাইনের সঙ্গে মিশে আছে তাঁর ছোটবেলার স্মৃতি। তাই সজল এখনো প্রতি সাকরাইনে নাটাই হাতে সবাইকে নিয়ে মেতে ওঠেন ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায়।