হোসেনপুরে করোনাকালীন পাঠদান কার্যক্রম পরিচালনা ও সচেতনতা শীর্ষক মতবিনিময় সভা এবং শিক্ষার্থীদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস।
ইউএনও রাবেয়া পারভেজে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্মসম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউল বারী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এমএ হালিম, সহকারী শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমান প্রমুখ।