ব্রিসবেনে বৃষ্টির পূর্বাভাসের কথা গতকালের প্রতিবেদনেই বলা হয়েছিল। পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলতে গতকাল শুক্রবার সকাল থেকে অবিরত বৃষ্টি। সারা দিন বৃষ্টি।
রাতেও বৃষ্টি। বৃষ্টিস্নাত এমন দিনে বাংলাদেশ দলের অলস সময় কাটল হোটেল সোফিটেলে। অথচ এখন প্রতিটি দিনে প্রতিটি নেট সেশন কত গুরুত্বপূর্ণ সাকিবদের।
বাংলাদেশ দলের একাংশ হোটেলের বাইরে গিয়েছিল দুপুরের দিকে। সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের মতো কয়েকজন ক্রিকেটার জুমার নামাজ শেষে ফিরে এলেন খেলার সরাঞ্জমাদির ব্যাগ নিয়ে। বৃষ্টিতে অনুশীলন আগেই বাতিল করা হয়েছিল। তবু তাসকিনদের মাঠে যাওয়া এ ব্যাগ আনতেই।
বৃষ্টিমুখর দিনে হোটেলে বসে বাংলাদেশ দল চোখ রাখছিল হোবার্টে প্রথম পর্বের শেষ দুটি ম্যাচের দিকে। গত পরশু নিশ্চিত হয়েছে ‘এ’ গ্রুপের সেরা দুই।
এই গ্রুপ থেকে আসা নেদারল্যান্ডস হচ্ছে ২৪ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে কে উঠবে, সে উত্তরও মিলেছে গতকাল। ৩০ নভেম্বরে ব্রিসবেনে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে জিম্বাবুয়ে। এই গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ সুপার টুয়েলভে না ওঠায় বাংলাদেশের একটু ‘খুশি’ই হওয়ার কথা। ব্রিসবেনের গ্যাবায় গতিময় উইকেটে ক্যারিবীয় ফাস্ট বোলারদের সামলানো মোটেও সহজ হতো না। কিন্তু জিম্বাবুয়েকে বলেকয়ে হারাবে বাংলাদেশ, সে নিশ্চয়তা কোথায়?
জিম্বাবুয়ের কাছেই কিন্তু গত জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। আর গত এক বছরে জিম্বাবুইয়ানরা যেন আভাস দিচ্ছেন তাঁদের সোনালি অতীত ফিরিয়ে আনার। দুর্দান্ত ছন্দে আছেন সিকান্দার রাজা-আরভিনরা। আরেক প্রতিপক্ষ নেদারল্যান্ডসকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ডাচ্দের বিপক্ষে এখন পর্যন্ত ৩ টি-টোয়েন্টি খেলে একটি হারের অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারাতে যথেষ্ট বেগই পেতে হয়েছিল। ২০১২ সালে হেগে ডাচ্দের বিপক্ষে হেরে যাওয়া সেই বাংলাদেশ দলের একজন সদস্যই বর্তমান দলে আছেন—সাকিব আল হাসান।
সাকিব নিশ্চয়ই সতীর্থদের অতীত রেকর্ড মনে করিয়ে সতর্ক করবেন, ২০ ওভারের ক্রিকেটে কোনো দল সহজ নয়। গতকাল টিম হোটেল দেখা হলো জালাল ইউনুসের সঙ্গে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বললেন, ‘সহযোগী দেশগুলো এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। গত কয়েক বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে তারা যে উন্নতি করেছে, এতটা আমরাও করতে পারিনি। এটাই সত্য।’ রাতে ওয়েস্ট ইন্ডিজের বিদায়ের পর যাঁর সঙ্গেই যোগাযোগ হলো, সবাইকে প্রতিপক্ষ নিয়ে সতর্ক মনে হলো।
দলের এক ক্রিকেটার হোয়াটসআপ বার্তায় লিখলেন, ‘দলের সবারই ভালো খেলতে হবে। টুর্নামেন্টে সব ম্যাচই গুরুত্বপূর্ণ।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বিদায় নেওয়ার পর ফেসবুকে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, ‘আজকের দিনটা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিষাদময় দিনই শুধু নয়, আজ আমাদের শিক্ষা নেওয়ারও দিন। ওয়েস্ট ইন্ডিজের সোনালি অতীতের কথা বিবেচনা করে ওদের পাশে হয়তো সবাই থাকবে কিন্তু আমাদের বিপদের দিনে কি আমরা কাউকে পাব?’
এটা ঠিক, শক্তিমত্তা, রেকর্ড বিবেচনায় হয়তো সুপার টুয়েলভে জিম্বাবুয়ে-নেদারল্যান্ডসের বিপক্ষে এগিয়ে থেকেই খেলতে নামবে বাংলাদেশ। কিন্তু এসব দলের বিপক্ষে মনের বাঘও অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। জিততেই হবে, হারলে সর্বনাশ—এ ভাবনা থেকে অনেক সময় প্যানিক অ্যাটাক হয় ড্রেসিংরুমে। এভাবে গুবলেট পাকিয়ে বিশ্বকাপে হংকং-স্কটল্যান্ডের বিপক্ষে হারের রেকর্ড আছে বাংলাদেশের। জিম্বাবুয়ে-নেদারল্যান্ডসকে নিয়ে সতর্ক না থেকে উপায় আছে সাকিবদের?
সতর্কদৃষ্টি নিয়ে আজ দুপুরে বিশ্বকাপে নিজেদের প্রথম ভেন্যু হোবার্টে পা রাখবে বাংলাদেশ।