Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আশ্রয়ণের তিনটি পুকুর প্রভাবশালীদের দখলে

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া

আশ্রয়ণের তিনটি পুকুর  প্রভাবশালীদের দখলে

ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা আশ্রয়ণ প্রকল্পের ৩টি পুকুর প্রভাবশালীরা দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুই বছর ধরে পুকুরগুলো দখল করে তাঁরা মাছ চাষ করছে। এদিকে আবাসন প্রকল্পে বসবাসকারী মানুষেরা পুকুরের পানি ব্যবহার করলে তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে।

জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের মাঝে আবাসন প্রকল্পের আওতায় ঘর উপহারের অংশ হিসেবে প্রথম পর্যায়ে ৭৯টি ঘর গরিব ও অসহায়দের মাঝে উপহার দেন। ঘরগুলো নির্মিত হয় ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজারের উত্তর প্রান্তে। এ বছরের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি সংযুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ঘরগুলোর উদ্বোধন করেন।

সে সময় স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি প্রধানমন্ত্রীর কাছে দাবি করেন আবাসন প্রকল্পের সামনে ৪টি পুকুর আছে। পুকুর ৪টি ইজারা না দিয়ে আবাসন প্রকল্পে যারা বাস করবে তাঁদের জন্য উন্মুক্ত রাখার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন। এরপর পাশে আরও ২৬টি ঘর নির্মাণ করা হয়। ৪টি পুকুরের মধ্য একটি পুকুর আবাসন প্রকল্পে বসবাসকারীরা ব্যবহার করেন।

আর বাকি ৩টি পুকুর বরাতিয়া গ্রামের দিপঙ্কর বিশ্বাস, হাসি রানি দাস, কানাই দাস, জয়দেব দাস ও ডা. স্বদেশ দাস পুকুরগুলো জবরদখল করে মাছ চাষ করে আসছেন। তবে বর্তমানে বাকি পুকুরটিও দখলের পাঁয়তারা করছে অনেকে। পুকুরে গোসল করতে গেলে সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। তবে প্রকল্পে বসবাসকারীরা ভয়ে তাদের কিছু বলতে সাহস পায় না।

এ ব্যাপারে আবাসন (২৬ ঘর) এর সভাপতি আবু বক্কার বলেন, ‘পুকুরগুলো তাঁরা শুধু দখল করেই ক্ষান্ত হয়নি। পুকুরে প্রতিনিয়ত গরুর গোবর দেয়। এতে পানিতে প্রচুর দুর্গন্ধ হয়। যে কারণে বাচ্চারাসহ আমরা পুকুরে গোসল করতে পারি না। তা ছাড়া পুকুরে নামলেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।’

এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আসিফ রহমান বলেন, ‘আবাসন প্রকল্পের পুকুর বসবাসকারীদের জন্য উন্মুক্ত রাখতে হবে। যদি কোনো ব্যক্তি এটি জবর দখল করে তাহলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিগগিরই পুকুরগুলো উন্মুক্ত করা হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ