হোম > ছাপা সংস্করণ

নিরবের নায়িকা হবেন কলকাতার ঋতুপর্ণা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিরতি কাটিয়ে আবার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা। ‘স্পর্শ’ নামের সিনেমাটি দিয়ে প্রথমবারের মতো যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করবেন নিরব। গতকাল জানা গেল নিরবের নায়িকার নাম। পশ্চিমবঙ্গের ঋতুপর্ণা হচ্ছেন নিরবের নায়িকা। এ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘অনেক দিন পর বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। অনেক ভালো লাগছে। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে সিনেমাটি।’

স্পর্শ সিনেমার গল্প নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘সম্পর্কের নানা রকম দিক থাকে। সম্পর্ককে তাই সব সময় একভাবে বা একই নামে ব্যাখ্যা করা যায় না। সেই গল্পই বলবে এই সিনেমা।’

ত্রিভুজ প্রেমের গল্পের এই সিনেমায় আরেক নায়িকার চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। এর আগে এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর নিরব জানান, ‘অনেক দিন পর যৌথ প্রযোজনার ছবি নির্মাণ হতে যাচ্ছে। ভালো লাগছে সিনেমাটিতে যুক্ত হতে পেরে। আশা করছি, নতুন এই অভিজ্ঞতা আমার জন্য প্রাপ্তি বয়ে আনবে।’
বাংলাদেশ থেকে অ্যাকশন কাট ও ভারত থেকে রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে তৈরি হবে স্পর্শ। জানা গেছে, এ মাসের শেষের দিকেই শুরু হবে সিনেমার কাজ। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের অভিনন্দন দত্ত।

নিজের অনুভূতি জানিয়ে অভিনন্দন দত্ত বলেন, ‘ওটিটির কারণে আমরা বাংলাদেশের কাজ দেখতে পারছি। তারা খুব ভালো করছে। আমার কাছে মনে হয় একসঙ্গে কাজ করতে পারলে সেটা আরও ভালো হবে।’

অনন্য মামুন বলেন, ‘আশা করছি, দুজনে মিলে ভালো একটি সিনেমা উপহার দিতে পারব। এই সিনেমাটি দিয়ে আবারও দুই বাংলাকে এক সুতোয় গাঁথার চেষ্টা থাকবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন