বিনোদন প্রতিবেদক, ঢাকা
নায়করাজ রাজ্জাকের পরিচালনায় নির্মিত ‘জিনের বাদশা’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। তাঁর অভিনীত প্রথম সিনেমা মতিন রহমান পরিচালিত ‘রাধাকৃষ্ণ’। এ পর্যন্ত তিনি পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ে তাঁর অবদানের কথা বিবেচনা করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আজীবন সম্মাননা দিয়েছিল তাঁকে।
আজ দ্বিতীয়বারের মতো আজীবন সম্মাননা পাচ্ছেন এই অভিনেত্রী। কালার ভিশন মিডিয়া নামের একটি মিডিয়া হাউস তাঁকে এই সম্মাননা প্রদান করছে। আজ বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অভিনেত্রীর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
এ প্রসঙ্গে খালেদা আক্তার কল্পনা বলেন, ‘এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলাম। জীবনে দ্বিতীয়বারের মতো আজ আবারও আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছি।
যাঁরা আমাকে এই সম্মাননা দিচ্ছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। অবশ্যই এই সম্মাননার সঙ্গে শ্রদ্ধা-ভালোবাসা সম্পৃক্ত। তাই এই সম্মাননা আমি আজ পরম ভালোবাসা নিয়ে গ্রহণ করব।’