ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গত সোমবার দিনগত রাতে উপজেলার ২ নম্বর বালিথুবা ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় ইসলামপুর গ্রামের মিজি বাড়ির জাকির হোসেনের (৩৮) হার্ডওয়্যার ইলেকট্রিক সার্ভিস ও আবু দাউদ নবী উল্লাহর (৫০) মুদির দোকান আগুনে পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই দুই ব্যবসায়ী।
সরেজমিনে জানা যায়, প্রতিদিনের মতো গত সোমবার রাত ১০টার দিকে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে রাত ৩টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে তাঁদের ঘুম ভাঙে। পরে এসে দেখেন, তাঁদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আগুন জ্বলছে। তাঁদের চিৎকারে আশপাশের মানুষজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
টিনশেডের দোকানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন জাকির হোসেন। ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী বলেন, ‘আগুনে আমার নগদ এক লাখ টাকাসহ সারা জীবনের সঞ্চয় পুড়ে গেছে।’
মুদি ব্যবসায়ী আবু দাউদ নবী উল্লাহ বলেন, কি কারণে আগুন লেগেছে তা এখনো জানতে পারিনি। পরিবার-পরিজন নিয়ে এখন বেঁচে থাকা অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।