বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির বিলাইছড়িতে আড়াই শ মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাঙামাটি সেনা রিজিয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে উপজেলা স্টেডিয়ামে দিনব্যাপী রোগীদের সেবা দেওয়া হয়। এর ব্যবস্থাপনায় ছিল বিলাইছড়ি সেনা জোন ৬ বীর।
গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সেবার উদ্বোধন করেন বিলাইছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার মেজর রাজু আহমেদ। এতে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য জামাল উদ্দিন।