Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

যবিপ্রবির কর্মকর্তা সমিতির কার্যক্রম স্থগিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যবিপ্রবির কর্মকর্তা সমিতির কার্যক্রম স্থগিত

দাপ্তরিক কাজে বাধা, কাউন্সিল শাখা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বের করে দেওয়া ও রিজেন্ট বোর্ড গঠনে বাধা দেওয়ার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সমিতির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

গত শনিবার যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে রিজেন্ট বোর্ডের ৭৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গতকাল রোববার থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৮ মে বিশ্ববিদ্যালয় খোলা হবে।

রিজেন্ট বোর্ডের সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি ও করণীয় নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন যবিপ্রবির উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন।

উপাচার্য বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়কে আমি একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলাম। এ জন্য যা যা করণীয় সবকিছুই করা হচ্ছে। এরই অংশ হিসেবে গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং তা অব্যাহত রাখার জন্য একটি গবেষণা ফাউন্ডেশন গঠনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’

যবিপ্রবির কর্মকর্তা সমিতির কার্যক্রম স্থগিতের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের স্বাক্ষর করা অফিস আদেশে বলা হয়, ‘দাপ্তরিক কাজে বাধা, কাউন্সিল শাখার কর্মকর্তা ও কর্মচারীদের তাঁদের কক্ষ থেকে বের করে দেওয়া, রিজেন্ট বোর্ড গঠনে বাধা দেওয়া হয়েছে, যা রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার সামিল। এ জন্য যবিপ্রবি আইন অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসার্স অ্যাসোসিয়েশনের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।’

এ সময় অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৪ এপ্রিল রোববার থেকে আগামী ৮ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উপাচার্যের বক্তব্য শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে যবিপ্রবির ড. এমএ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডিজের ‘রাজনীতির কবি শেখ মুজিব’ নামে প্রকাশিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করায় রিজেন্ট বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আবু ইউসুফ মিয়া, যুগ্ম সচিব (উন্নয়ন-৩) সৈয়দা নওয়ারা জাহান, সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ, সাভারের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম আসাদুজ্জামান প্রমুখ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ