নোয়াখালী প্রতিনিধি
রাজনৈতিক অঙ্গনে গত বছরের আলোচিত উক্তি ছিল, ‘দজ্জা তোয়াই হাইতো ন’ (দরজা খুঁজে পাবে না)। এই উক্তি করে ব্যাপক আলোচনায় আসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।
গত বছরের আজকের দিনে (৩১ ডিসেম্বর) বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী তফসিল ঘোষণায় কাদের মির্জা বলেছিলেন, শেখ হাসিনা জনগণের ভাতের ধিকার নিশ্চিত করলেও জনগণের ভোটের ধিকার নিশ্চিত করতে পারেননি। এ সময় তিনি নোয়াখালীর এমপিদের উদ্দেশ করে বলেন, বিগত জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হতো, তবে নোয়াখালীর সাংসদেরা পালানোর জন্য দরজা খুঁজে পাবে না। তাঁর এই মন্তব্য তখন ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
তারপর বিভিন্ন সময় লাইভে এসে তিনি দলের সিনিয়র নেতা, এমপি, মন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন আমলা, সচিব ও কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতি, অন্যায়-অনিয়মসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক সমালোচনা করেন। বিরোধে জড়িয়ে পড়েন স্থানীয় উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সঙ্গে।
সরকারি দলের নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও হরতাল, বরোধ, থানা ঘেরাওসহ নানা বিতর্কিত কর্মসূচি দিয়ে বিতর্কের জন্ম দেন। দলের নেতা-কর্মীদের বহিষ্কার, তাঁদের ওপর হামলা, তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে দলে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করার প্রয়াস চালান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর তাঁর উপস্থিতিতে তাঁর লোকজন হামলা করে।
কাদের মির্জা একবার দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। কিছুদিন পর আবার লাইভে এসে নিজেই পদত্যাগ প্রত্যাহার করেন। প্রতিনিয়ত বড় ভাই ওবায়দুল কাদের ও তাঁর স্ত্রী ইশরাতুন নেছা কাদেরের সমালোচনা করেন।