কানাইঘাট উপজেলায় ফরিদ উদ্দিন (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকেলে বড়খেওড় গ্রামের এফআইভিডিবি স্কুলের পাশে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। ফরিদ উদ্দিন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা খাছাড়ীপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফরিদ উদ্দিন মমতাজগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বড়খেওড় এলাকায় কয়েকজন যুবক তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা ফরিদকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ফরিদ উদ্দিনের চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে গেলে দুর্বৃত্তরা ফরিদ উদ্দিনকে ফেলে রেখে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পৌঁছে ফরিদ উদ্দিনের লাশ উদ্ধার করেন।
ওসি তাজুল ইসলাম পিপিএম বলেন, দুর্বৃত্তদের হামলায় নিহত ফরিদ উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।