যশোর প্রতিনিধি
বঙ্গমাতা জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের যশোর ভেন্যুতে ফাইনালে উঠেছে সাতক্ষীরা ও নড়াইল জেলার মেয়েরা। শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে সাতক্ষীরা ২-০ গোলে চুয়াডাঙ্গার দলকে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে একক আধিপত্য দেখিয়ে খুলনার জালে ৭ গোল দিয়েছে নড়াইলের মেয়েরা।
আজ মঙ্গলবার বেলা আড়াইটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার দিনের প্রথম ম্যাচে অংশ নেয় সাতক্ষীরা ও চুয়াডাঙ্গার দল। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ম্যাচের ৮১ মিনিটে প্রথম গোলের খাতা খোলে সাতক্ষীরার সুমাইয়া চুমকি। শেষ হওয়ার এক মিনিট আগে অন্তিকা রানী সেই ব্যবধান দ্বিগুণ করে।
দিনের অপর ম্যাচে বাগেরহাটের জালে ৭ গোল দেয় নড়াইলের দলটি। নড়াইলের হয়ে হ্যাটট্রিক করেছে তৃষ্ণা সরদার বিপাশা। বিপাশা বাগেরহাটে সঙ্গে চার গোল করে। বিপাশা এদিন ১৭,১৯ ও ৭১ মিনিটে গোল তিনটি করে। এ ছাড়া সাদিয়া খানম দুটি, নমিতা কর্মকার, সঞ্চিতা কর্মকার একটি করে গোল করে। খুলনা হয়ে গোল দুটি করে ফাতেমা ও ঋতু।