Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিলুপ্তির এক বছর পরও হয়নি ছাত্রলীগের কমিটি

কেশবপুর (যশোর) প্রতিনিধি

বিলুপ্তির এক বছর পরও হয়নি ছাত্রলীগের কমিটি

যশোরের কেশবপুরে এক বছর ধরে নেই ছাত্রলীগের কমিটি। এ কারণে ঝিমিয়ে ঝিমিয়ে চলছে ছাত্র সংগঠনটির কার্যক্রম। আর এ সুযোগে অন্য ছাত্র সংগঠন তাদের সাংগঠনিক তৎপরতায় এগিয়ে যাচ্ছে। দীর্ঘ এক বছর কমিটিবিহীন চলায় স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের ভেতর এখন হতাশা বিরাজ করছে।

জানা গেছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০২২ সালের ১ জানুয়ারি কেশবপুর উপজেলা, পৌর ও কেশবপুর সরকারি কলেজ শাখাসহ সব ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এ ছাড়া সংগঠনের কার্যক্রম গতিশীল করতে নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ৭ কার্য দিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতারা জেলা ছাত্রলীগের নেতাদের কাছে জীবনবৃত্তান্ত সে সময় জমা দিলেও দীর্ঘ এক বছরেও হয়নি কমিটি। ফলে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগসহ তাদের বিভিন্ন প্রোগ্রামে আগের পরিচয়ে অংশগ্রহণ করে থাকেন। কমিটি না থাকায় হতাশায় ভুগছেন নেতা-কর্মীরা।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল বলেন, ‘পদপ্রত্যাশী হিসেবে আমিসহ অনেকে জেলা ছাত্রলীগের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন। জেলা ছাত্রলীগের নেতারা কেশবপুরে ছাত্রলীগের কমিটি দেওয়ার জন্য বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিলেন। কী কারণে নতুন কমিটি দেওয়া হয়নি সেটা জানি না।’

সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক বলেন, কেশবপুরে ছাত্রলীগের কমিটি না থাকায় পদপ্রত্যাশীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু বলেন, ১৯৯৭ সাল থেকে কেশবপুরে তিন দফা আহ্বায়ক কমিটির ওপর ভর করে চলছিল ছাত্রলীগ। দীর্ঘ এক বছর ছাত্রলীগের কমিটি না থাকায় তাদের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। আর এ সুযোগে অন্য ছাত্র সংগঠন সাংগঠনিক তৎপরতায় এগিয়ে যাচ্ছে। তিনি উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অতি দ্রুত দেওয়ার জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভার পরই কেশবপুরে ছাত্রলীগের কমিটি দেওয়া হবে। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ