বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলা রক গান নিয়ে দুই বাংলার বড় আয়োজন ‘মৈত্রী কনসার্ট’। কয়েক বছর ধরে কলকাতায় আয়োজিত হচ্ছে সংগীতের অন্যতম বড় এই উৎসব। বাংলাদেশ ও কলকাতা—দুই জায়গায়ই বেশ জোরালোভাবে রক গানের চর্চা হচ্ছে কয়েক দশক ধরে। যেকোনো কনসার্টে শ্রোতাদের বাঁধভাঙা উপস্থিতি বুঝিয়ে দেয়, এসব গানের ভক্তের সংখ্যাও কম নয়। ওপারের রক ব্যান্ডের শ্রোতা যেমন বাংলাদেশেও অনেক আছেন, তেমনি এ দেশের ব্যান্ডগুলোর অগণিত ভক্ত ছড়িয়ে আছেন পশ্চিমবঙ্গজুড়ে। মৈত্রী কনসার্ট তাই হয়ে উঠেছে দুই বাংলার রকপ্রেমীদের মিলনস্থল।
এর আগে কলকাতায় অনুষ্ঠিত হয়েছে মৈত্রী কনসার্টের তিনটি আসর। বাংলাদেশ থেকে সেখানে পারফর্ম করেছে আর্বোভাইরাস, পাওয়ারসার্চ, আর্টসেলসহ কয়েকটি ব্যান্ড। সেখানে শ্রোতাদের অফুরন্ত উচ্ছ্বাস ঢাকার ব্যান্ডগুলোকেও প্রেরণা জুগিয়েছে। সে ধারাবাহিকতায় ১২ নভেম্বর কলকাতার দমদম রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে মৈত্রী কনসার্টের চতুর্থ আসর। সেখানে পারফর্ম করবে বাংলাদেশ ও ভারতের আটটি ব্যান্ড। ভারত থেকে ‘পৃথিবী’, ‘আত্মহত্যা’, ‘ডেথলোর’, ‘রেডিওনিউক্লাইড’, ‘দ্য ভ্যাগাবন্ডস’ ও ‘ফেসব্রোক’। আর বাংলাদেশ থেকে থাকবে দুই ব্যান্ড ‘মেকানিক্স’ ও ‘আফটারম্যাথ’।
বিষয়টি নিয়ে কথা হয় মেকানিক্স ব্যান্ডের ম্যানেজার মিথুন হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘এবারই প্রথম আমরা কলকাতায় পারফর্ম করতে যাচ্ছি। সেখানে আমাদের অনেক ভক্ত আছেন। তাঁরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। বাংলাদেশের আরেক জনপ্রিয় ব্যান্ড আফটারম্যাথও পারফর্ম করবে সেখানে। আশা করছি, দারুণ একটি অনুষ্ঠান উপহার দিতে পারব আমরা।’
এবারের কনসার্টটি আরও বড় আকারে আয়োজনের পরিকল্পনা করছে আয়োজক প্রতিষ্ঠান জেন নেক্সট। এই উৎসবের অন্যতম আয়োজক বিপাশ সরকার বলেন, ‘২০১৭ সালে কয়েকটি ব্যান্ড আমার কাছে এসে বলে, কলকাতায় এত বড় বড় গানের কনসার্ট হয়, কিন্তু নতুন ব্যান্ডের কথা কেউ ভাবে না। তখন আমি রক ব্যান্ড নিয়ে ছোট কনসার্ট করতাম। তাই ঠিক করলাম, কিছু একটা করতে হবে। আমি কলকাতার ও বাংলাদেশের কিছু সিনিয়র মিউজিশিয়ানের সঙ্গে কথা বলি। কলকাতা থেকে গাবুদা, কৌশিকদা, বাংলাদেশের সাইমুম হাসান, রাফা ও আইয়ুব বাচ্চু ভাই সাপোর্ট করেন। কিছুদিন পর বাচ্চু ভাই মারা গেলে সব প্ল্যান থমকে যায়। পরে আমি নিজেই নিজের উদ্যোগে প্রথম মৈত্রী কনসার্ট করি সন্তোষ মিত্র স্কোয়ারে। কলকাতায় বড় কনসার্টগুলোতে জুনিয়র ব্যান্ডরা তেমন সুযোগ পায় না। তাই আমি চেষ্টা করছি, দুই বাংলার পুরোনো ও নতুন ব্যান্ডদের নিয়ে একটা বড় আয়োজন করার, যাতে নতুন ব্যান্ডগুলোর পথচলা একটু সুবিধা হয় এবং নতুন গান মানুষের কাছে পৌঁছাতে পারে।’
এবার যারা পারফর্ম করছে
পৃথিবী (ভারত)
মেকানিক্স (বাংলাদেশ)
আত্মহত্যা (ভারত)
আফটারম্যাথ (বাংলাদেশ)
ডেথলোর (ভারত)
রেডিওনিউক্লাইড (ভারত)
দ্য ভ্যাগাবন্ডস (ভারত)
ফেসব্রোক (ভারত)