হোম > ছাপা সংস্করণ

ঢাকা মাতাবেন ভারতের শিল্পী দর্শন রাওয়াল

বিনোদন প্রতিবেদক, ঢাকা

২০১৪ সালে একটি সংগীত রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান ভারতের দর্শন রাওয়াল। এরপর ২০১৫ সালে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার ‘যাব তুম চাহো’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেন। সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ সিনেমার ‘ঢিন্ডোরা বাজে রে’ গানটিও জনপ্রিয়তা পেয়েছে তাঁর। শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলুগু সিনেমাতেও দর্শন রাওয়াল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করাতেও সুনাম আছে তাঁর।

হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দর্শনের দারুণ জনপ্রিয়তা। 
দর্শন রাওয়াল এবার আসছেন বাংলাদেশে। গান গেয়ে মাতাবেন ঢাকার শ্রোতাদের। আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন 
সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন তিনি।

‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে টোয়েন্টি টু ইভেন্টস। কনসার্টটির লোকাল ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে কাজ করা অ্যাডভেন্টর কমিউনিকেশনসের করপোরেট সেলস ম্যানেজার মাহিন রহমান সাকিফ আজকের পত্রিকাকে বলেন, ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা এ বছরে দেশের সবচেয়ে বড় ইভেন্ট হতে যাচ্ছে। আশা করছি, শ্রোতাদের ভালো একটি কনসার্ট উপহার দিতে পারব আমরা।’

ইতিমধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিটের প্রি-রেজিস্ট্রেশন। সেখান থেকেও বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকেরা। শিগগির টিকিফাই ওয়েবসাইটে শুরু হবে টিকিট বিক্রি।

চলতি বছরে দর্শন রাওয়ালের আগে বাংলাদেশে এসে গান শুনিয়েছেন অনুপম রায়, অনুব জৈনসহ তালপাতার সেপাইয়ের মতো ব্যান্ড। প্রতিবারেই দর্শকের কাছ থেকে দারুণ সাড়া মিলেছে। দর্শন রাওয়ালের কনসার্টেও তেমনটা আশা করছেন আয়োজকেরা। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন