সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড় থেকে তাঁদের আটক করা হয়।
গতকাল মঙ্গলবার র্যাব-১১-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন মো. সিরাজ মিয়া (৪৫) ও মো. সোহেল মোল্লা (২৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দক্ষিণ সানারপাড়ের কয়েকজন দোকানিকে ভয়ভীতি দেখিয়ে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন।