হোম > ছাপা সংস্করণ

সিলেটে প্রথম সিনেপ্লেক্স চালু হচ্ছে ২৯ জুলাই

সিলেট প্রতিনিধি

একসময় অনেকগুলো সিনেমা হল ছিল। এখন কোনো রকমে একটি চালু আছে। প্রবাসী অধ্যুষিত হওয়ার পরও সিলেটে ছিল না কোনো সিনেপ্লেক্স। ফলে এত দিন ভালো পরিবেশে বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন সিলেটের সিনেমাপ্রেমী।

সিলেটে প্রথমবারের চালু হতে যাচ্ছে সিনেপ্লেক্স। আগামী ২৯ জুলাই ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’ নামের চলচ্চিত্র প্রদর্শন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’ অথবা ‘পরান’ প্রদর্শনের মাধ্যমে এই সিনেপ্লেক্সের উদ্বোধন হবে।

বিমানবন্দর সড়কের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে এই সিনেপ্লেক্স নির্মাণ করা হয়েছে। গত ১৫ জুন পাঁচ তারকা এই হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এত দিন সিনেপ্লেক্সটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল। এবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার সময়ে এই সিনেপ্লেক্স চালু ইতিবাচক হিসেবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এর মাধ্যমে মানুষ হলে বসে ভালো ভালো ছবি দেখার সুযোগ পাবে বলে মনে করেন তাঁরা। ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’-এরই ব্যবস্থাপনায় নির্মিত হয়েছে ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সিনেপ্লেক্সে একসঙ্গে ১৭০ জন বসে সিনেমা দেখতে পারবেন। আপাতত টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ ও ৫০০ টাকা। তবে প্রতিদিন কটি প্রদর্শনী হবে এবং তার সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি।

গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের সহকারী পরিচালক (মার্কেটিং ও কমিউনিকেশনস) আরিফা আফরোজ বলেন, ‘হোটেল নির্মাণের সময়ই সিনেপ্লেক্সটি তৈরি করা হয়। আমাদের সাউন্ড সিস্টেম যুক্তরাজ্য থেকে আনা এবং দেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির। এত দিন পরীক্ষামূলকভাবে এটি চালু ছিল। আমাদের অতিথিরা রাতের খাবারের সঙ্গে এখানে ফ্রি সিনেমা দেখার সুযোগ পেতেন। তবে ২৯ জুলাই থেকে এটি বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে।’

সিনেপ্লেক্স চালুর খবরে ইতিবাচক সাড়া পাচ্ছেন জানিয়ে আরিফা বলেন, ‘মানুষ খুব খুশি, সিলেটে এ রকম একটা কিছু হওয়ায়। সিলেটে তো এ রকম পরিবেশে সিনেমা দেখার সুযোগ ছিল না। তাই সবাই এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন