Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নিরুপায় হয়ে ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নিরুপায় হয়ে ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১১০ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে বেহাল। এর মধ্যে তামান্না সিনেমা হল থেকে ওয়াপদা মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এ সড়ক দিয়ে চলাচল করতে স্থানীয় বাসিন্দাদের অসহনীয় কষ্ট হয়। 

এলাকাবাসীর দাবি, তাঁরা দীর্ঘদিন থেকে পৌর মেয়রের কাছে এ সড়ক উন্নয়নে দাবি জানিয়ে আসছেন। কিন্তু  সড়কটির সংস্কার হয়নি। তাই ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করছেন তাঁরা।

গতকাল মঙ্গলবার সরেজমিনে ওই সড়কের গোলাহাট এলাকায় গিয়ে দেখা যায়, পিকআপ ভ্যানে করে আনা হচ্ছে ইটের খোয়া, বালু আর মাটি। সড়কটির সৃষ্ট বড় বড় গর্তে কেউ খোয়া দিচ্ছেন, কেউ মাটি ভরাট করছেন, কেউ হাতুড়ি দিয়ে খোয়াগুলোকে সমান করছেন। সবাই স্বেচ্ছাশ্রমে আপন মনে সড়ক সংস্কার কাজে মগ্ন। উদ্দেশ্য পবিত্র রমজানে অন্তত পথচারী ও যাত্রীরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

সড়ক সংস্কারের উদ্যোক্তা সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র হিটলার চৌধুরী ভলু বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী মানববন্ধন, প্রতীকী অনশনের মতো আন্দোলনও করেছে। কিন্তু সংস্কার হয়নি। তাই এলাকার মানুষকে একত্র করে রাস্তা সংস্কারের প্রস্তাব দিলে সবাই রাজি হয়ে যান। সবাই স্বেচ্ছাশ্রমে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি, বড় বড় গর্ত ভরাটের চেষ্টা করছি মাত্র।’ 

সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, ‘আমি প্রথমবারের মতো নির্বাচিত হয়েছি।  কিন্তু রাস্তাঘাটের সমস্যা দীর্ঘদিনের। বরাদ্দের জন্য আবেদন করেছি। বরাদ্দ পেলেই সড়কগুলোর সংস্কার করা হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ