Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়ন হয়নি

সাভার (ঢাকা) প্রতিনিধি

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়ন হয়নি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘ক্ষমতায় যারাই আসে, তারাই সরকারিভাবে ইতিহাস নির্মাণ করে। যেদিন সত্যিকার অর্থে গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, সেদিন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিশ্ববাসীর কাছে উন্মোচিত হবে। আর সরকারি ইতিহাস বাতিল হবে।’

গতকাল সোমবার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

আব্দুর রব আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায়, স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন। আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আজও প্রণয়ন হয়নি। সত্যকে আড়াল করে কেউ খর্বিত, কেউ আংশিক, কেউ বিকৃত করে ইতিহাস লেখার চেষ্টা করছেন।’

কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক) বলেন, ‘তরুণদের মত প্রকাশের সুযোগ কম। তাই তরুণদের জেগে উঠতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। তাই রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা আমাদের উচিত নয়।’

অতিথি উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব, গবির রাজনীতি ও প্রশাসনের বিভাগীয় প্রধান ড. রাহমান চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গবিসাব সভাপতি মো. রোকনুজ্জামান মনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ