Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পেছন থেকে গিয়ে হঠাৎ কোপ

কুড়িগ্রাম ও উলিপুর প্রতিনিধি

পেছন থেকে গিয়ে হঠাৎ কোপ

কুড়িগ্রামের উলিপুর থানা থেকে ২০০ গজ দূরে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গত শনিবার বিকেলে থানা মোড়ের গিনি ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর স্ত্রী গতকাল রোববার সকালে উলিপুর থানায় মামলা করেছেন।

আহত ব্যবসায়ীর নাম আলমগীর হোসেন (৩০)। তিনি উপজেলার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জোনাইডাঙা গ্রামের ইউসুফ আলীর ছেলে। পৌর এলাকায় উলিপুর থানা থেকে ২০০ গজ দূরত্বে থানা মোড়ে হেলথ কেয়ার ফার্মেসি নামে তাঁর একটি ওষুধের দোকান আছে। অভিযোগ ওঠা যুবকের নাম মাসুম ওরফে মাসুদ রানা (৩৫)। তাঁর বাড়ি পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের হায়াৎ খাঁ কুড়ারপাড় গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আলমগীর হোসেন প্রেসক্রিপশন বুঝে নিতে পাশের গিনি ফার্মেসিতে যান। এ সময় মাসুম পেছন থেকে এসে চাপাতি দিয়ে আলমগীরকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গিনি ফার্মেসিতে থাকা সিসিটিভি (ক্লোজড সার্কিট টেলিভিশন) ক্যামেরা ধারণ করা ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে গতকাল সকালে আহতের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে মাসুম ওরফে মাসুদ রানার নামসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন।

আলমগীরের স্ত্রী ফারজানা বলেন, ‘যে যুবক আমার স্বামীকে কুপিয়েছেন তাঁকে আমরা আগে থেকে চিনি না। তাঁর সঙ্গে কিংবা অন্য কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা বা আর্থিক লেনদেন নেই। ওই যুবক কেন আমার স্বামীকে এভাবে কুপিয়েছেন তা আমরা জানি না। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আর্থিক লেনদেনের কারণে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ