হোম > ছাপা সংস্করণ

বড় তারকাদের নিয়ে সৃজিতের ছক্কা

বিনোদন ডেস্ক

নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘বাইশে শ্রাবণ’ মুক্তি পায় ২০১১ সালে। ৯ বছরের মাথায় ২০২০ সালে সৃজিত নিয়ে আসেন বাইশে শ্রাবণের সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’। এ সিনেমাটি আগের মতো অত আলোচিত না হলেও ভালো ব্যবসা করেছিল। এবার সৃজিত ফিরে যাচ্ছেন শুরুর দিকে, অর্থাৎ বাইশে শ্রাবণের প্রিক্যুয়েল তৈরি করছেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন তাঁর আরেকটি সিনেমা ‘ভিঞ্চি দা’কে।

জানা গেছে, এসভিএফের সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে বাইশে শ্রাবণ ও ভিঞ্চি দা সিনেমার প্রিক্যুয়েল আনছেন সৃজিত। সিনেমার নাম কী হবে, তা এখনো জানা যায়নি। কীভাবে গল্প সাজাচ্ছেন পরিচালক, সেটিও এখনো রয়েছে রহস্যের আড়ালে। তবে একটি ‘কপ-ইউনিভার্স’ দর্শকের সামনে আনবেন তিনি, সেটা আঁচ করতে অসুবিধা হয় না।

এ সিনেমার মাধ্যমে তিন বছর বিরতির পর ফিরছে সৃজিত-অনির্বাণ ভট্টাচার্যের জুটি। ‘গুমনামী’ সিনেমায় সৃজিতের পরিচালনায় কাজ করেছিলেন অনির্বাণ। একই সিনেমায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তবে লক্ষণীয় বিষয় অবশ্যই সৃজিত-যিশু সেনগুপ্ত জুটির ফেরা। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘এক যে ছিল রাজা’। পরবর্তী সময়ে সৃজিতের সঙ্গে যিশুর দ্বন্দ্ব তৈরি হয়। সেটা ঘুচছে এ সিনেমার মাধ্যমে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে এ সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সংগীত পরিচালনা করবেন অনুপম রায়।

ফলে সবটা মিলেমিশে যে একটা দারুণ কিছু হবে, তা আঁচ করা যাচ্ছে। টালিউডে এবার পূজায় শিবপ্রসাদ-নন্দিতা জুটি ‘রক্তবীজ’ আনছেন, সঙ্গে থাকবে অরুণ রায়ের ‘বাঘাযতীন’। মুক্তি পাবে কোয়েল অভিনীত ‘মিতিন মাসি’ও। ফলে টালিউডে এবারের পূজা হবে জমজমাট। তবে বড় তারকাদের নিয়ে বড় চমকটা দিলেন টালিউডের ‘ফার্স্ট বয়’ সৃজিতই।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন