তাঁদের প্রথম দেখা ২০১২ সালে। আদনান আল রাজিবের পরিচালনায় ‘রুচি ঝুরিভাজা’র বিজ্ঞাপনের অডিশন দিতে গিয়েছিলেন সিয়াম ও জোভান। সেই পরিচয় থেকে বন্ধুত্ব। বন্ধুত্বটা গাঢ় হয় আরও কিছুদিন পরে। জোভানের বাসার পাশে ছিল সিয়ামের কাজিনের বাসা। সেখানে প্রায়ই যেতেন সিয়াম। সেই আড্ডাতেই নিজেদের স্বপ্নের কথাগুলো জানাতেন দুজনে। জোভান বলেন, ‘আমি ছোটবেলা থেকেই গিটার বাজাতে পছন্দ করি। আর সিয়াম ভালো গান গায়। আমি গিটার বাজাতাম আর ও গাইত। এভাবে যে কত সময় কেটেছে আমাদের!’
সম্পর্কটা এতই গাঢ় ছিল যে একজন কোথাও অডিশনের খোঁজ পেলে আরেকজনকে জানাতেন। মডেলিংয়ের পাশাপাশি তাঁদের অভিনয়ের ক্যারিয়ারও শুরু হয়েছে একসঙ্গে। ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকের জন্য অডিশন দিতে গিয়েছিলেন তাঁরা। দুজনেই দুটো চরিত্রের জন্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু কোনো কারণে সিয়াম তিন দিন শুটিং করে আর কনটিনিউ করেননি। প্রথম ধারাবাহিকেই জোভান পরিচিতি পান। এরপর তাঁদের একসঙ্গে কাজ হয় মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় ‘নাইন অ্যান্ড আ হাফ’ ধারাবাহিক নাটকে।
জোভান ও সিয়ামের একসঙ্গে খুব বেশি কাজ হয়নি। ‘কখনো এ রকম নির্জন দুপুর আসে’, ‘টু লেট ব্যাচেলর’, ‘কালারস অব লাভ’, ‘ত্রিভুজ প্রেম’ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। সর্বশেষ দুজনকে একসঙ্গে পাওয়া গেছে ‘মরীচিকা’ ওয়েব সিরিজে।