জীবনধারা ডেস্ক
বলিউড তারকা ইলিয়ানা ডিক্রুজের আদর্শ ব্যক্তিত্ব হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অড্রে হেপবার্ন। তিনি মনে করেন, একজন মানুষ তাঁর রুচি ও ব্যক্তিত্ব সবটা নিয়েই সুন্দর। খুব একটা মেকআপ করতে পছন্দ না করলেও ব্যাগে আইব্রো, মাশকারা, কনসিলার, লিপকালার ও ব্লাশন রাখেন তিনি।
সৌন্দর্যচর্চায় তিনি আরও যা করেন:
সূত্র: ডিএনএ ইন্ডিয়া