পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পাকুন্দিয়া-হোসেনপুর) এলাকার পরিচালক পদে আজহারুল হক খোকন নির্বাচিত হয়েছেন। গত সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনের রিটার্নিং অফিসার ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকার উপপরিচালক (অর্থ) মো. শামীম হোসেন তাঁকে নির্বাচিত ঘোষণা করেন। পরে গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পাকুন্দিয়া জোনাল অফিসের ডিজিএম মো. শহিদুল আলম।