Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

জনপ্রিয়তা হারাচ্ছে বাংলা ধারাবাহিক

বিনোদন ডেস্ক

জনপ্রিয়তা হারাচ্ছে বাংলা ধারাবাহিক

কয়েক বছর আগেও কলকাতার বাংলা সিরিয়ালগুলো হেসেখেলে ৫০০ পর্ব ছুঁতে পারত। ‘শ্রীময়ী’ ও ‘মোহর’-এর মতো ধারাবাহিকগুলো ৮০০ পর্ব পেরিয়েছে। আবার কিছু ঐতিহাসিক ধারাবাহিক যেমন ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘কে আপন কে পর’ বা ‘কৃষ্ণকলি’ পৌঁছেছে ১৫০০ পর্বে। কিন্তু ইদানীং অধিকাংশ ধারাবাহিক ৫০০ পর্ব ছুঁতেও পারছে না। প্রথম বছরেই বেশির ভাগ সিরিয়ালকে সমাপ্তি টানতে হচ্ছে।

সাম্প্রতিক সময়ের ফ্লপ ধারাবাহিকগুলোর দিকে নজর দেওয়া যাক। ‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘লালকুঠি’, ‘বৌমা একঘর’, ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ থেকে ‘উড়ন তুবড়ি’ ২০০ পর্ব পেরোতেও ব্যর্থ। ‘মাধবীলতা’ চার মাস পূর্ণ হওয়ার আগেই তার জায়গায় আসছে ‘পঞ্চমী’। আবার ‘দেশের মাটি’, ‘পিলু’ বা দেবশ্রী রায়ের ছোট পর্দায় ফেরার ধারাবাহিক ‘সর্বজয়া’ বন্ধ করতে হয়েছে ৩০০ পর্ব পেরোনোর আগেই।

লক্ষ করার মতো বিষয়, যেসব সিরিয়াল শুরুর দিকে টিআরপি তালিকার এক নম্বর জায়গা দখল করেছে, তাদেরও পা পিছলে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। যেমন ‘মন ফাগুন’ আলোচিত ধারাবাহিক হলেও ৪০০ পর্ব পেরোতে পারেনি। শীতকালের দিনের মতো ধারাবাহিকের পর্ব-সংখ্যা যেমন ‘ছোট’ হচ্ছে, তেমনই টিআরপি তালিকায় রেটিংও কমছে। একসময় সিরিয়াল প্রচার করে জি বাংলা, স্টার জলসার মতো চ্যানেল বছরের পর বছর লাভ গুনেছে, তারাই এখন নাজেহাল। সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বসেছে তারা।

‘মাধবীলতা’ চার মাস পূর্ণ হওয়ার আগেই তার জায়গায় আসছে ‘পঞ্চমী’কেন এমন নড়বড়ে অবস্থা? মূলত তিন রকম অভিযোগ করছেন দর্শকেরা। এক. অভিনব ভাবনা নিয়ে ধারাবাহিক তৈরির চেষ্টা করলেও চিত্রনাট্য জমছে না। দুই. বেশির ভাগ ক্ষেত্রে পুরোনো ধারাবাহিকের ছাঁচে ফেলে তৈরি হচ্ছে নতুন ধারাবাহিক। আর তিন. সিংহভাগ ধারাবাহিকে ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হচ্ছে। তাই বছরভর একের পর এক বাংলা সিনেমা যেমন ফ্লপ হচ্ছে, তেমনই ফ্লপ হচ্ছে বাংলা ধারাবাহিকও, এই সত্য আর ধামাচাপা দেওয়া যাচ্ছে না।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ