Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ইয়াসের ক্ষত এখনো সাতক্ষীরার বুকে

আবুল কাসেম, সাতক্ষীরা

ইয়াসের ক্ষত এখনো সাতক্ষীরার বুকে

আজ শুক্রবার ইংরেজি বছরের শেষ দিন। বিদায়ী এ বছর সাতক্ষীরায় সবচেয়ে আলোচিত ঘটনা তিনটি। এগুলো হলো ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি, শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় ও স্বামী-স্ত্রী ও তাঁদের দুই সন্তানকে কুপিয়ে হত্যা। তবে ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতির ঘটনা সবচেয়ে নেতিবাচক ছাপ ফেলেছে মানুষের মনে।

চলতি বছরের ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকার ২২টি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সাড়ে তিন হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঘের তলিয়ে বিভিন্ন ব্যবসায়ীর ১৫ কোটি টাকা ক্ষতি হয়। এ ছাড়া ২৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন।

সাতক্ষীরায় অপর আলোচিত বিষয় ছিল, ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি এ মামলার রায় হয়। রায়ে সাতক্ষীরার সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবকে ১০ বছর কারাদণ্ড ও বিএনপির ৪৯ জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাঁজা দেওয়া হয়।

এদিকে, কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে। ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান মামলার একমাত্র আসামি রায়হানুর রহমানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ