জয়া আহসান
দেশের পাশাপাশি টালিউডে কাজ করা জয়া আহসানের বলিউড ডেব্যু হয়েছে ৮ ডিসেম্বর জি ফাইভে মুক্তি পাওয়া ‘কড়ক সিং’ সিনেমা দিয়ে। প্রথম সিনেমাতেই হিন্দুস্তান টাইমসের ‘আউটস্ট্যান্ডিং অন ওটিটি: ব্রেকআউট পারফরম্যান্স’ শিরোনামে এসেছে জয়ার নাম।
আজমেরী হক বাঁধন
বাঁধনেরও বলিউড অভিষেক হয়েছে এ বছর। বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’য় নিজের জাত চিনিয়েছেন এই অভিনেত্রী। জায়গা করে নিয়েছেন ভারতীয় গণমাধ্যম ফিল্ম কম্প্যানিয়নের তৈরি নারীকেন্দ্রিক সিনেমার পাঁচ অভিনেত্রীর একজন হিসেবে।
ওয়ামিকা গাব্বি
২০০৭ সালে ‘জাব উই মেট’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় ওয়ামিকা গাব্বির। এ বছর অভিনেত্রীর বৃহস্পতি ছিল তু্ঙ্গে। ‘জুবিলি’ ও ‘খুফিয়া’ দিয়ে আলো ছড়িয়েছেন গাব্বি।
তিন বছর আগে ‘বুলবুল’ সিনেমাতে নজর কেড়েছিলেন তৃপ্তি দিমরি। গত বছর ‘কলা’ সিনেমা দিয়েও ছিলেন আলোচনায়। এ বছর ‘অ্যানিমেল’ সিনেমায় জয়া চরিত্রে অভিনয় করে নিজেকে নতুন করে চেনালেন তৃপ্তি।
বাবিল খান
বাবা ইরফান খানের পথ ধরে অভিনয়ে নাম লিখিয়েছেন বাবিল খান। এ বছর ‘দ্য রেলওয়ে ম্যান’ সিরিজে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন বাবিল।