Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

জুরাছড়িতে জলেভাসা জমিতে বোরো চাষ

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

জুরাছড়িতে জলেভাসা জমিতে বোরো চাষ

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদে পানি কমতে শুরু করেছে। জলেভাসা জমিগুলো জেগে উঠছে। এই জমিতে বোরো চাষাবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। কয়েকটি জায়গায় ধান বপন করা হয়েছে, অনেকে এখন বীজ তলা তৈরি করছেন। এ বছর বোরো মৌসুমে ২৪০ হেক্টর জমিতে চাষাবাদ আশা করছে কৃষি বিভাগ।

উপজেলায় বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, সদর ইউনিয়নের মধ্য বালুখালী, বালুখালী মুখ, সামিরা, আমতুলী; বনযোগীছড়া ইউনিয়নের ধামাইপাড়া, চকপতিঘাট, কাংরাছড়িতে কাপ্তাই হ্রদের পানি কমতে শুরু করেছে। এতে জেগে উঠছে জলেভাসা জমিগুলো। এসব জমি চাষাবাদের উপযোগী করতে কৃষকেরা আগাছা পরিষ্কার করছেন। অনেক আবার বীজতলা তৈরিতে ব্যস্ত আছেন।

বালুখালী এলাকায় কৃষক রিটন চাকমা, বিজয় চাকমা সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ইতিমধ্যে ধান রোন শুরু করেছে। তাঁরা বলেন, কৃষি বিভাগ এ বছর বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করেছে। এর সঙ্গে নিজেদের সামর্থ্য নিয়ে কাজে নেমে পড়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীদের আর্থসামাজিকভাবে এগিয়ে নিতে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহফুজ আহমেদ সরকার বলেন, বোরো মৌসুমে ২৪০ হেক্টর জমিতে চাষাবাদের আশা করা হচ্ছে। ইতিমধ্যে কৃষি বিভাগ প্রান্তিক ও দরিদ্র ১ হাজারের বেশি কৃষকের মধ্যে বীজ বিতরণ করা হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক সহযোগিতার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ