নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় সাধারণ গ্রন্থাগারের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার এই সম্মেলন হয়। ১৩ সদস্যের এই কমিটিতে পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতি।
নির্বাচিতরা হলেন-সহসভাপতি আব্দুল হান্নান রঞ্জন, সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র, যুগ্ম সম্পাদক তানভীর জাহান চৌধুরী, সদস্য ননী গোপাল সরকার, সানাওয়ার হোসেন ভূঁইয়া, চপল দত্ত, হেদায়েত উল্লাহ রুমিন, নীলম বিশ্বাস রাতুল, সঞ্জয় সরকার, একেএম আজহারুল ইসলাম অরুণ, চিন্ময় তালুকদার, পল্লব চক্রবর্তী, নাজনীন সুলতানা সুইটি ও তৌফিকুল ইসলাম নিটোল।