হোম > ছাপা সংস্করণ

১৩ বছর আগের সাজে ফারুকী-তিশা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গতকাল দাম্পত্য জীবনের ১৩ বছর পূর্ণ করলেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। এই শুভক্ষণে পুরোনো স্মৃতিতে ফিরলেন তাঁরা। পরিকল্পনা ছিল, যে পোশাক পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন, সেই পোশাকেই ১৩ বছর পূর্তির ফটোশুট করবেন। করেছেনও তাই। ফেসবুক পোস্টে দুজনের শেয়ার করা ছবিতে দেখা গেল, নুসরাত ইমরোজ তিশার পরনে ক্রিম কালারের শাড়ি।

মেহেদি রাঙা হাতে পরেছেন চুড়ি। গলায় নেকলেস, সিঁথিতে শোভা পাচ্ছে টিকলি। কপালে টিপ, কানে দুল। মোস্তফা সরয়ার ফারুকীর পরনে সবুজ রঙের পাঞ্জাবি, মাথায় ক্যাপ। ২০১০ সালের ১৬ জুলাই বিয়ের দিনে একই পোশাক পরেছিলেন তাঁরা। পার্থক্য একটাই, নতুন ফটোশুটে তাঁদের সঙ্গে যোগ হয়েছে একমাত্র কন্যা ইলহাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকী জানালেন, এমন ভাবনা এসেছে তিশার মাথা থেকে। ফেসবুকে ফারুকী লেখেন, ‘আমাদের বিয়ের ১৩ বছর পূর্তিতে তিশা পরিকল্পনা করল, আমরা বিয়েতে যে পোশাক পরেছিলাম, সেটা পরেই ১৩ বছর পূর্তি উপলক্ষে ফটোশুট করব। সেই একই মানুষ, একই পোশাক, শুধু সময়টা এগিয়ে গেছে, আর আমাদের জীবনে এসেছে ইলহাম।’

বিবাহবার্ষিকীর দিনে নিজের মনের কথা জানিয়েছেন তিশাও। সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনেত্রী লেখেন, ‘২০১০ সালের এই দিনটাতে আমাদের বিয়ে হয়। এখন ২০২৩। দেখতে দেখতে ১৩টা বছর একসঙ্গে কাটিয়ে দিলাম। তাই ভাবলাম, একই পোশাকে, একই মানুষের সঙ্গে আবার বিয়ে হোক। জীবনে যোগ হয়েছে শুধু ইলহাম। আর বিয়োগ হয়েছে সময়। বাকি সবকিছু আগের মতোই আছে। ধন্যবাদ তোমাকে (ফারুকী), এত বছর আমাকে সহ্য করার জন্য। আলহামদুলিল্লাহ। লাভ ইউ সো মাচ। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন