বিনোদন প্রতিবেদক, ঢাকা
গতকাল দাম্পত্য জীবনের ১৩ বছর পূর্ণ করলেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। এই শুভক্ষণে পুরোনো স্মৃতিতে ফিরলেন তাঁরা। পরিকল্পনা ছিল, যে পোশাক পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন, সেই পোশাকেই ১৩ বছর পূর্তির ফটোশুট করবেন। করেছেনও তাই। ফেসবুক পোস্টে দুজনের শেয়ার করা ছবিতে দেখা গেল, নুসরাত ইমরোজ তিশার পরনে ক্রিম কালারের শাড়ি।
মেহেদি রাঙা হাতে পরেছেন চুড়ি। গলায় নেকলেস, সিঁথিতে শোভা পাচ্ছে টিকলি। কপালে টিপ, কানে দুল। মোস্তফা সরয়ার ফারুকীর পরনে সবুজ রঙের পাঞ্জাবি, মাথায় ক্যাপ। ২০১০ সালের ১৬ জুলাই বিয়ের দিনে একই পোশাক পরেছিলেন তাঁরা। পার্থক্য একটাই, নতুন ফটোশুটে তাঁদের সঙ্গে যোগ হয়েছে একমাত্র কন্যা ইলহাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকী জানালেন, এমন ভাবনা এসেছে তিশার মাথা থেকে। ফেসবুকে ফারুকী লেখেন, ‘আমাদের বিয়ের ১৩ বছর পূর্তিতে তিশা পরিকল্পনা করল, আমরা বিয়েতে যে পোশাক পরেছিলাম, সেটা পরেই ১৩ বছর পূর্তি উপলক্ষে ফটোশুট করব। সেই একই মানুষ, একই পোশাক, শুধু সময়টা এগিয়ে গেছে, আর আমাদের জীবনে এসেছে ইলহাম।’