হোম > ছাপা সংস্করণ

নিরবের নায়িকা আরিয়ানা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নিয়মনীতির জটিলতায় কয়েক বছর ধরে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ থেমে ছিল। বিরতি কাটিয়ে আবারও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ হচ্ছে। বানাচ্ছেন অনন্য মামুন ও ভারতের অভিনন্দন দত্ত। সিনেমার নাম ‘স্পর্শ’। এতে নায়ক হিসেবে দেখা যাবে নিরব হোসেনকে। তাঁর বিপরীতে অভিনয় করবেন দুই নায়িকা। একজনের নাম জানা গেছে আগেই। তিনি ভারতের ঋতুপর্ণা সেনগুপ্ত। আরেকজন নায়িকা হিসেবে জানা গিয়েছিল বাংলাদেশের জেসিয়ার নাম। সম্প্রতি সিনেমার কাজে ভারত ঘুরে এলেন নিরব।

দিলেন নতুন তথ্য। বাংলাদেশ থেকে নায়িকা হিসেবে অভিনয় করছেন না জেসিয়া। বরং নতুন করে যুক্ত হয়েছেন টিভি অভিনেত্রী আরিয়ানা জামান। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন।

স্পর্শ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে আরিয়ানা বলেন, ‘আমি নিজেকে প্রস্তুত করছিলাম ভালো গল্পের সিনেমার জন্য। অবশেষে সুন্দর একটি গল্পের সুন্দর একটি চরিত্র পেয়েছি, যেখানে নিজেকে প্রমাণের সুযোগ পাব।’

নিরবের সঙ্গে জুটিবাঁধা প্রসঙ্গে আরিয়ানা জানান, ‘এটা আমার সৌভাগ্য যে বাংলা সিনেমার পরিচিত ও জনপ্রিয় নায়ক নিরব ভাইকে আমার নায়ক হিসেবে পেয়েছি। আশা করি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।’

এ প্রসঙ্গে নায়ক নিরব বলেন, ‘ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এরই মধ্যে নির্মাতারা কাজ এগিয়ে নিয়েছেন অনেক দূর। আমাদের টিমে নতুন নায়িকা হয়ে যোগ দিয়েছে আরিয়ানা। আমাদের সবার প্রত্যাশা ও খুব ভালো করবেন।’

বাংলাদেশ থেকে অ্যাকশন কাট ও ভারত থেকে রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে তৈরি হবে ‘স্পর্শ’।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন