ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় চার দিনের ব্যবধানে শীতকালীন সবজির দাম কমেছে অনেকটা। গত শুক্রবার তরকারি বাজার ঘুরে দেখা গেছে সব সবজির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। সবজির আমদানি বাড়ায় দাম কমেছে বলে দাবি করেছেন দোকানীরা।
ঝিকরগাছা তরকারি বাজার ঘুরে জানা গেছে, শীতকালীন সবজির দাম অর্ধেকে নামলেও পেঁয়াজ, রসুন, আলু, আদা ও কাঁচামরিচের দাম অপরিবর্তিত রয়েছে। তবে বাজারে শীতকালীন সবজিতে ভরপুর।
প্রতি কেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে ১৫ টাকা, ফুলকপি ২০ টাকা, শিম ২০ থেকে ২৫ টাকা, মুলা ১০ টাকা, টমেটো ৮০ টাকা, বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।
বাজারের কাপুড়িয়া পট্টির গলির তরকারি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, ‘শীতকালীন সবজির আমদানি বাড়ায় দাম কমেছে।’