হোম > ছাপা সংস্করণ

সারেগামাপার মূল পর্বে চট্টগ্রামের শুভ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জি বাংলার সংগীতবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় এর আগে অংশ নিয়ে আলোচনায় আসেন মাঈনুল আহসান নোবেল ও অবন্তী সিঁথি। প্রতিযোগিতার এবারের আসরে আছেন বাংলাদেশের আরেক মুখ শুভ দাস। চট্টগ্রামের সাতকানিয়ার ছেলে শুভ সারেগামাপার গ্র্যান্ড অডিশনের ধাপ পেরিয়ে স্থান পেয়েছেন প্রতিযোগিতার মূল পর্বে। অডিশনে হারমোনিয়াম বাজিয়ে শুভ গেয়েছেন মান্না দের ‘এ তো রাগ নয় এ তো অভিমান’ ও অখিল বন্ধু ঘোষের ‘তোমার ভুবনে ফুলের মেলা’ গান দুটি।

অডিশনে শুভর গান শুনে প্রশংসা করেন প্রতিযোগিতার বিচারক অজয় চক্রবর্তী ও শ্রীকান্ত আচার্য। শুভর হারমোনিয়াম বাজানোর প্রশংসা করে অজয় চক্রবর্তী বলেন, ‘তুমি হারমোনিয়াম খুব ভালো বাজিয়েছ। খুব ভালো তোমার কণ্ঠস্বর। অলংকরণগুলো আরেকটু পরিষ্কার করে নিও।’ শ্রীকান্ত আচার্য বলেন, ‘বড্ড যত্ন করে মন দিয়ে গেয়েছ। সেটা প্রকাশ পেয়েছে তোমার গানের মধ্যে।’

কিছুদিনের মধ্যে শুরু হবে প্রতিযোগিতার মূল পর্বের শুটিং। তার আগে সপ্তাহখানেকের ছুটি পেয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামে এসেছেন শুভ। তিনি জানান, ছোটবেলায় মায়ের কাছে তাঁর গান শেখার শুরু। তখন থেকেই উপজেলাভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে পুরস্কার-প্রশংসা পেতে থাকেন। উচ্চমাধ্যমিকের পর চট্টগ্রাম শহরে এসে যুক্ত হন বিভিন্ন সংগঠনের সঙ্গে। ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর কাছে আনুষ্ঠানিকভাবে গান শেখা শুরু করেন। জাতীয় স্তরের বিভিন্ন অনুষ্ঠানে গেয়েছেন শুভ। ক্ল্যাসিক্যাল, নজরুলসংগীত ও আধুনিক গান—এ তিন বিভাগে বিটিভির ঢাকা কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী তিনি।

শুভ দাস বলেন, ‘প্রথমে সারেগামাপা আমার একটি অনলাইন অডিশন নেয়। এরপর কলকাতা গিয়ে ফাইনাল অডিশন দিয়ে গ্র্যান্ড অডিশনের জন্য নির্বাচিত হই। তিনটি অডিশন পার করে মূল পর্বে জায়গা পেয়েছি। এটা সত্যিই আমার জন্য বড় পাওয়া। চট্টগ্রাম থেকে আমিই প্রথম এই প্রতিযোগিতায় জায়গা পেয়েছি। সবার শুভকামনা চাই, যাতে গান নিয়ে এগিয়ে যেতে পারি অনেক দূর।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন