হোম > ছাপা সংস্করণ

চাল ‘চুরির হোতা’ যুবলীগ নেতা ধরাছোঁয়ার বাইরে

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে সিলগালা গুদাম থেকে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা চাল চুরির হোতা যুবলীগ নেতা শাহাদত হোসেনকে এখনো গ্রেপ্তার করা হয়নি। গত সোমবার সন্ধ্যার পর শাহাদত হোসেনকে বগুড়া শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা গেছে। পুলিশ বলছে, শাহাদত হোসেন পালিয়ে থাকার কারণে তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা চাল চুরির সঙ্গে জড়িত ট্রাকচালক বেলাল হোসেন, চালকের সহকারী রুসাত ও ভটভটিচালক রায়হান কবিরকে পুলিশ গ্রেপ্তার করলেও উদ্ধার করা যায়নি চুরি হওয়া ১ হাজার ১২৪ বস্তা সরকারি চাল।

শাহাদত হোসেন উপজেলা যুবলীগের নির্বাহী কমিটির সদস্য।

উপজেলা যুবলীগের সহসভাপতি মবিন উল আজিম টিটো জানান, শাহাদত হোসেনের বৈধ কোনো ব্যবসা নেই। বালু ব্যবসায়ী হিসেবেই তিনি পরিচিত। ধান-চাল ব্যবসার কোনো লাইসেন্স নেই তাঁর নামে।

গত ৩০ নভেম্বর সারিয়াকান্দি পৌর এলাকায় কালিতলা বাগবেড় মহল্লায় শাহাদত হোসেনের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চাল জব্দ করা হয়। সে সময় শাহাদত হোসেন পালিয়ে গেলে তাঁর ছোট ভাই শাহীনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা চালগুলো শাহাদত হোসেনের ঘরেই রেখে সিলগালা করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমানের জিম্মায় দেওয়া হয়। কয়েক দিন এলাকায় গুঞ্জন ওঠে, শাহাদত হোসেন রাতে সিলগালা গুদামের এক পাশের টিনের বেড়া সরিয়ে ট্রাকে করে চালগুলো অন্যত্র সরিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সারিয়াকান্দি থানার এসআই নজরুল ইসলাম জানান, শাহাদতকে এলাকায় পাওয়া যাচ্ছে না। তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। আদালতে দেওয়া জবানবন্দিতে শাহাদতের নাম আসায় তিনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত জামিনও নিতে পারছেন না। এ কারণে পালিয়ে বেড়াচ্ছেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন