হোম > ছাপা সংস্করণ

মোরেলগঞ্জে শিকলে বেঁধে সুদের টাকা আদায় দুই ভাই গ্রেপ্তার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে সুদের টাকা আদায়ের জন্য এক যুবককে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার বিশারীঘাটা গ্রামের মিলন খান (২২) ও মিরাজ খানকে (২০) পুলিশ গ্রেপ্তার করে। গতকাল শনিবার সকালে তাঁদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, গ্রেপ্তার দুই ভাই সুদের টাকা আদায়ের জন্য প্রতিবেশী ইউনুছ শিকারীর ছেলে ব্যবসায়ী রুহুল আমীন শিকারীকে (৩৫) শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত হাতে ও পায়ে শিকল দিয়ে গাছের সঙ্গে তালা মেরে রাখেন। স্থানীয়রা এ দৃশ্য মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে বিভিন্ন সংস্থার নজরে পড়ে। সন্ধ্যা ৭টার দিকে থানা-পুলিশ ওই বাড়ি থেকে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী রুহুল আমীন শিকারী বলেন, বছরে লাভ হিসেবে ১০০ মন ধান দেওয়ার শর্তে তিন বছর আগে মিলন খানের কাছ থেকে তিনি এক লাখ টাকা নেন। শর্ত মোতাবেক টাকা দিতে না পারায় শুক্রবার রুহুল আমীনকে তাঁর দোকান থেকে তুলে নিয়ে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন পাওনাদার মিলন ও তাঁর ভাই।

বেলা ৩টার দিকে ৫০ হাজার টাকা দিয়ে শিকলমুক্ত হন রুহুল আমীন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শিকলে বেঁধে রাখার দৃশ্য দেখে পুলিশ বিষয়টি আইনের আওতায় নেয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, শিকলে বেঁধে মারধর করে সুদের টাকা আদায়ের বিষয়টি তাঁদের নজরে এসেছে। ভুক্তভোগী যুবক এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামি দুই ভাইকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন