রাঙামাটি প্রতিনিধি
পাহাড়ে সেনা ক্যাম্প সম্প্রসারণের দাবিতে রাঙামাটির রাজস্থলীতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে রাজস্থলী উপজেলা চত্বরে মারমা সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার বিচার দাবি করা হয়।
সকাল ১০টায় উপজেলার হ্নারামুখ পাড়া থেকে বিক্ষোভ মিছিল উপজেলার উত্তর-দক্ষিণ দিক ঘোরে। পরে উপজেলা চত্বরে এসে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করেছেন। কিন্তু সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সন্ত্রাসীদের অত্যাচারে পাহাড়ের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সন্তু লারমা পাহাড়ে খুন, গুম, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে।
মানববন্ধনে বক্তারা সন্তু লারমার ফাঁসি দাবি করে তিন পার্বত্য জেলার পরিত্যক্ত ক্যাম্পগুলোতে পুনরায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন মারমা সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ঞোমং মারমা, সাধারণ সম্পাদক চাইলু মারমা, হেডম্যান উথিনসিন মারমা, হেডম্যান ক্যসুইথুই মারমা প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন মারমা সচেতন নাগরিক সমাজের নেতারা।