Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রতিবাদ

ধামরাই প্রতিনিধি

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রতিবাদ

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রতিবাদে তথা সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) ঢাকার ধামরাই উপজেলা শাখা। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ধামরাই পৌরসভার ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ঢাকা আরিচা-মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৫টি সংগঠন নিজেদের ব্যানারে অংশ নিয়ে নিসচা’র সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

নিসচা ধামরাই শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. ইমরান হোসেনের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য দেন সংগঠনটির ধামরাই শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাহিদ মিয়া, সাধারণ সম্পাদক দেওয়ান নজরুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট আবুল কালাম মিজানুর রহমান, এশিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন, প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহমুদ ইকবাল প্রমুখ।

মানববন্ধনে বলা হয়, গত জুলাই মাস থেকে এ পর্যন্ত ঢাকা আরিচা-মহাসড়কের ধামরাই অংশে ২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নয়জনের প্রাণহানি হয়েছে ও ৩৬ জন আহত হয়েছেন। সড়কে তিন চাকার থ্রি হুইলার, অটোরিকশা, ভ্যান ব্যাপকভাবে চলাচলের কারণে এই দুর্ঘটনা

বক্তারা বলেন, গাড়িতে থাকা সকল যাত্রীদের জীবন একজন চালকের ওপর নির্ভর করে। তাঁরা যেন রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি না চালান। যাঁরা রাস্তায় দুর্ঘটনায় আহত বা মারা যান তাঁরা কোনো না কোনো পরিবারের সদস্য। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কাউকে যেন হাত, পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করতে না হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ