হোম > ছাপা সংস্করণ

হাজিরা মিনায়, আজ পবিত্র হজ

উবায়দুল্লাহ বাদল, সৌদি আরব থেকে

খালি মাথায় ইহরাম পরা লাখো হজযাত্রীর পদচারণে মুখর তাঁবুর শহর মিনা। যত দূর চোখ যায়, তাঁবু আর তাঁবু। এর মধ্য দিয়েই হাঁটছেন সাদা কাপড়ে ইহরাম বাঁধা হজযাত্রীরা। তাঁদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল, ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাকা’। এর অর্থ, ‘হে আল্লাহ, আমি হাজির আছি, আমি হাজির আছি। আপনার কোনো শরিক নেই, আমি হাজির আছি। নিশ্চয় সমস্ত প্রশংসা ও নেয়ামত আপনারই এবং সমগ্র বিশ্বজাহান আপনার। আপনার কোনো শরিক নেই।’

হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল শুক্রবার। সৌদি কর্তৃপক্ষ আশা করেছিল, এবার হজযাত্রীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে। তবে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর হজের উদ্দেশ্যে অন্তত ১৬ লাখ মুসল্লি মক্কা থেকে মিনায় এসেছেন।

আগের রাত থেকে গতকাল দুপুরের মধ্যে হজযাত্রীরা মিনায় প্রবেশ করেছেন। সারা দিন মিনায় নামাজ আদায় করার পাশাপাশি হজের তালবিয়া, জিকির-আজকার করে আজ শনিবার ফজরের নামাজ শেষে আরাফার ময়দানের উদ্দেশে মিনা ত্যাগ করবেন।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় গত বুধবার রাতে সবশেষ বুলেটিনে জানায়, হজযাত্রার পূর্বনির্ধারিত সব ফ্লাইট সৌদি আরবে গেছে। সেগুলোতে বাংলাদেশ থেকে হজে গেছেন ৮৫ হাজার ১২৯ জন। হজযাত্রীদের নিয়ে যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৬টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ৭৫টি এবং ফ্লাইনাস ৩৭টি ফ্লাইট পরিচালনা করে। হজযাত্রীদের মধ্যে বুধবার পর্যন্ত ১৭ জন ইন্তেকাল করেছেন। তাঁদের মধ্যে ১৫ জন পুরুষ ও দুজন নারী। তাঁদের মধ্যে মক্কায় ১৩ এবং মদিনায় ৪ জন ইন্তেকাল করেন।

গত রাতে হাজিরা মিনায় অবস্থান করেন। আজ ফজরের নামাজ শেষে সবাই আরাফার ময়দানের উদ্দেশে মিনা ত্যাগ করবেন। কেউ হেঁটে, কেউ ট্রেনে বা বাসে যাবেন। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করবেন তাঁরা। আরাফার ময়দানে সারা দিন অবস্থান করা ফরজ। সেখানে জোহর ও আসরের নামাজ এক আজানে দুই ইকামতে আদায় করবেন হাজিরা। আরাফার ময়দানে জাবালে রহমত থেকে হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেখানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে।

মাগরিবের আজানের পরই হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। আরাফার ময়দানে সারা দিন অবস্থান করাকেই হজের দিন বলা হয়। মুজদালিফায় গিয়ে হাজিরা মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন। সারা রাত খোলা আকাশের নিচে কাটাবেন তাঁরা। সেখান থেকে ফজরের নামাজ পড়ে মিনার উদ্দেশে রওনা হবেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন