হোম > ছাপা সংস্করণ

দরপত্র ৯টির, কাটা হলো ১৬টি গাছ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় ব্যক্তিমালিকানা স্থাপনায় ক্ষতির আশঙ্কায় সরকারি রাস্তার পাশে থাকা নয়টি গাছ নিলামে বিক্রি করা হয়। কিন্তু নিলামকারী ওই নয়টি ছাড়াও অতিরিক্ত আরও সাতটি গাছ কেটে নিয়ে গেছেন।

 এমন অভিযোগে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন মো. জাহিদ হাসান কাঞ্চন নামের স্থানীয় এক ব্যক্তি। পূর্বধলার ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স গত সোমবার অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পূর্বধলা থেকে কাপাশিয়া রাস্তা এবং সরকারি কলেজ রোড-এই দুটি রাস্তায় থাকা নয়টি গাছ ব্যক্তিমালিকানাধীন স্থাপনায় ক্ষতির আশঙ্কায় নিলামে বিক্রি করা হয়। গত ১৮ অক্টোবর উপজেলা প্রকৌশল বিভাগ রেইনট্রি, মেহগনিসহ নয়টি গাছ নিলামে বিক্রি করে। এতে স্থানীয় কামরুল ইসলাম খান ৯৬ হাজার ৫০০ টাকায় গাছগুলো ক্রয় করেন। কিন্তু কামরুল ইসলাম নয়টির স্থলে ১৬টি গাছ কেটে নিয়ে যান।

অভিযোগে আরও উল্লেখ করা হয় ক্ষমতার দাপটে নিলামকারী কামরুল অতিরিক্ত সাতটি গাছ কেটে নিয়ে গেছেন। তদন্ত করলে এর সত্যতা পাওয়া যাবে। এ বিষয়ে জানতে 
নিলামে গাছ ক্রয়কারী কামরুল ইসলাম খানের মোবাইলে ফোন করলে তাঁকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, ‘সরকারি রাস্তার পাশে থাকা অতিরিক্ত সাতটি গাছ কাটা হয়েছে। 
এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ