ওয়ানডে বিশ্বকাপের বাছাই উতরে যাওয়ার আনন্দ কোথায় উপভোগ করবেন, বাংলাদেশ নারী দলে সেখানে কাটাচ্ছে এক যন্ত্রণাময় সময়। হোটেল সোনারগাঁয়ে বন্দিজীবন কাটাচ্ছেন জাহানারারা। গতকাল খবর পাওয়া গেল, আরেক নারী ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের মোট তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন।
আগের দুজনের শরীরে করোনার ধরন ওমিক্রনের উপস্থিতি থাকলেও নতুন একজন আক্রান্ত হয়েছেন ডেলটা ধরনে। তিনজনকেই গতকাল রাজধানীর মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিসিবির নারী বিভাগের ম্যানেজার তৌহিদ মাহমুদ বলেছেন, ‘গুরুতর কিছু নয়। বিজয় দিবস উপলক্ষে হোটেলে ভিআইপিরা আসবেন। ওদের তিনজনকে তাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
হোটেলে থাকা দলের বাকি সদস্যদের আজ আবারও নমুনা পরীক্ষা হওয়ার কথা। নেগেটিভ হলে বন্দিজীবন থেকে ছাড়া পাবেন মেয়েরা।