বিনোদন ডেস্ক
যশ চোপড়া থেকে শুরু করে হালের দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের নির্দেশনায় কাজ করেছেন শাহরুখ খান। এবার কাজ করলেন ছেলে আরিয়ান খানের নির্দেশনায়।
অভিনয়ের থেকে পরিচালনাই তাঁকে বেশি টানে। এ কথা আগেই জানিয়েছিলেন শাহরুখপুত্র। চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করার কথাও জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার বিজ্ঞাপন নির্মাণ দিয়ে নির্দেশনা শুরু করলেন আরিয়ান। প্রথম কাজেই বাবা শাহরুখ খানকে অ্যাকশন-কাট বলার সুযোগ পেয়েছেন তিনি।
সম্প্রতি লাক্সারি পোশাকের একটি ব্র্যান্ড লঞ্চ করেছেন আরিয়ান। নাম রেখেছেন ডি’ইয়াভল এক্স। সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনটিই নিজে তৈরি করলেন আরিয়ান। আর সেই বিজ্ঞাপনের মডেল হয়েছেন শাহরুখ খান।
এদিকে ‘পাঠান’-ঝড়ের পর মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। এতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণের নয়নতারাকে। আছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। এ ছাড়া ক্যামিও দিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। আগামী ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
মাঝে জওয়ানের মুক্তি নিয়ে কিছুটি ধোঁয়াশা তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল জুনে নয়, অক্টোবরে মুক্তি পাবে জওয়ান। তবে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়েই মুক্তি পাবে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলি এন্টারটেইনমেন্ট ও পরিচালক অ্যাটলি সর্বোচ্চ চেষ্টা করছেন মুক্তি না পেছানোর।