Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

‘ভূমি বিরোধ নিষ্পত্তিতে গতিশীলতা আনা হয়েছে’

বান্দরবান প্রতিনিধি

‘ভূমি বিরোধ নিষ্পত্তিতে গতিশীলতা আনা হয়েছে’

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (ল‍্যান্ড কমিশন) চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারউল হক বলেছেন, ‘নানা সমস‍্যা সত্ত্বেও ল‍্যান্ড কমিশন তার নির্ধারিত বিধি মোতাবেক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে করোনা পরিস্থিতির কারণে কিছুদিন কমিশনের কার্যক্রম চালানো যায়নি। এখন আবার কার্যক্রমে গতিশীলতা আনা হয়েছে। শিগগিরই কমিশনের বৈঠক করা হবে।’

গতকাল রোববার দুপুরে কমিশনের বান্দরবান শাখা কার্যালয়ে দাপ্তরিক কাজে এসে বিচারপতি মোহাম্মদ আনোয়ারউল হক সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে কমিশন চেয়ারম্যান বলেন, পার্বত‍্য চুক্তি অনুযায়ী পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করা হয়। তবে শুরু থেকে কমিশন নানা সমস্যায় পড়ে। পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা নিয়ে কমিশনকে কাজ করতে হচ্ছে। তাই কমিশনকে ধীরভাবে এগোতে হচ্ছে, যাতে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়।

বিচারপতি আনোয়ারউল হক বলেন, গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে কমিশনের কাজ করা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতির উন্নয়ন হওয়ায় কমিশন আবারও কার্যক্রম পুরোদমে শুরু করেছে। পর্যায়ক্রমে তিন পার্বত্য জেলা পরিদর্শন করে কমিশনের সদস্য, ভূমি বিরোধে সংশ্লিষ্ট পক্ষ এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করেই কমিশন সিদ্ধান্ত নেবে। তাই কমিশনকে যুক্তিসংগতভাবে এগোতে হচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশন সদস্য ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক‍্যশৈহ্লা, কমিশনের নিবন্ধক (রেজিস্ট্রার) মো. নেজাম উদ্দিন, কমিশনের শাখা কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাহাব উদ্দিন ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ