রাজশাহীর বাঘা উপজেলা থেকে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম ‘ইমো’ হ্যাকিং চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত বাঘা উপজেলার হাবাসপুর গ্রামে এ অভিযান চালায় র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তার চারজন হলেন মো. মারুফ (২২), মিলন আলী (৩৫), লালন মিয়া (২৫) ও ফজল আলী (৩৫)। সবার বাড়ি হাবাসপুর গ্রামে। র্যাব বলছে, তাঁরা প্রবাসীদের ব্যবহার করা ইমো হ্যাক করতেন। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিপদে পড়ার কথা জানিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন।
র্যাব-৫-এর কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, চারজনের কাছ থেকে নয়টি মোবাইল ফোন এবং ২০টি সিম কার্ড জব্দ করা হয়েছে। এঁদের বিরুদ্ধে বাঘা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ আসামিদের কারাগারে পাঠিয়েছে।
রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর এলাকায় ইমো হ্যাকিংয়ের চক্র সক্রিয় রয়েছে। এ দুই উপজেলা থেকে মাঝেমধ্যেই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এরপরও থামছে না তাঁদের তৎপরতা।