Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কোথায় গেল মধুপুরের সিসমোগ্রাফ মেশিনটি?

টাঙ্গাইল প্রতিনিধি

কোথায় গেল মধুপুরের সিসমোগ্রাফ মেশিনটি?

টাঙ্গাইলের মধুপুর চ্যুতি বা ফল্টের তথ্য-উপাত্ত ও ভূকম্পন মাত্রা নিরূপণের লক্ষ্যে মধুপুরে স্থাপন করা হয় ‘সিসমোগ্রাফ মেশিন’। কিন্তু ২০০৭ সালে স্থাপন করা মেশিনটির হদিস মিলছে না। এতে ভূমিকম্পপ্রবণ মধুপুর গড় অঞ্চল ও আশপাশের এলাকাগুলোর তথ্য-উপাত্ত নিরূপণ সম্ভব হচ্ছে না।

দেশে সর্বশেষ গত সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের গোয়ালপাড়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর আগে গত ১৭ সেপ্টেম্বর টাঙ্গাইলে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হলেও আবহাওয়া অধিদপ্তর নির্দিষ্ট করে উৎপত্তিস্থল বলতে পারেনি। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ শুধু জানিয়েছিলেন, ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইলে এর উৎপত্তিস্থল ছিল।

টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেজেটিয়ারের তথ্য বলছে, ভূকম্পন এবং বিপর্যয়ে সৃষ্টি হওয়া মধুপুর গড় অঞ্চলের মৃত্তিকা স্তরায়ণ এখনো শেষ হয়নি। ২০০৯ সালে ইউএনডিপির গবেষণাপত্রে বলা হয়, মধুপুরের ফল্ট লাইন বা ফাটল রেখা অত্যন্ত বিপজ্জনক। মধুপুর গড় অঞ্চলে ৭ থেকে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক ফাটল রয়েছে।

টাঙ্গাইল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন বলেন, ‘টাঙ্গাইলে ভূমিকম্প পরিমাপক কোনো যন্ত্র নেই। ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রাপ্ত তথ্য আমরা জনসাধারণকে অবহিত করি।’

জানা গেছে, ২০০৭ সালে মধুপুর গড় অঞ্চলে সিসমোগ্রাফ মেশিন বসানো হয়েছিল। মধুপুর উপজেলা পরিষদ চত্বরে একটি ভবনের ছাদে এবং আরেকটি কক্ষে এই মেশিন স্থাপন করা হয়েছিল। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, উত্তরের তিনতলার ছাদে সিসমোগ্রাফ মেশিনের একটি লৌহদণ্ড ও একটি বৃত্তাকার পাত্র আছে। এ ছাড়া ওই মেশিনের আর কোনো অস্তিত্ব নেই। হলরুমটির পেছনে সংরক্ষিত যন্ত্রপাতি কয়েক বছর আগে আগুনে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের সিএ বেলাল হোসেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ