নিউজিল্যান্ড সফরে রুম কোয়ারেন্টিনে কঠিন সময় পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এটি চলবে আরও কয়েক দিন। এরপরই মাঠে নামার সুযোগ মিলবে তাদের। তবে তার আগে দলের সবাইকে করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে।
আপাতত টিম হোটেলের কক্ষে ফিটনেস অনুশীলন করছেন ক্রিকেটাররা। গতকাল বিসিবির দেওয়া ভিডিওতে দেখা যায় রুমে নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান ফিটনেস নিয়ে কাজ করছেন। আজ রুমের বাইরে হাঁটাহাঁটির অনুমতি মিলতে পারে ক্রিকেটারদের। গত পরশু ক্রাইস্টচার্চে রুম কোয়ারেন্টিন শুরু হয় বাংলাদেশ দলের। ঘরে ফিটনেস ট্রেনিং নিয়ে গতকাল তাসকিন আহমেদ ফেসবুকে লিখেছেন, অজুহাত ক্যালরি কমাতে পারে না।